hortal-news-thumbnail
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিকেলে স্থানীয় নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিরোধী দলীয় সাবেক ছিফহুইপ জয়নাল আবেদিন ফারুক। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর কয়েকজন দূর্বৃত্ত অনুষ্ঠানের স্থলকে লক্ষ্য করে ৪/৫টি ককটেল নিক্ষেপ করে। এতে বিএনপির ইফতার মাহফিল পন্ড হয়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনপির সাবেক ছিফহুইপ জয়নাল আবেদিন ফারুক জানান, নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর চেয়ে কম ভোট পেয়ে পিছিয়ে থাকার জের ধরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের সমর্থকরা ইফতার মাহফিলে বোমা হামলা করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, এ ঘটনায় কেউ থানা অভিযোগ করেনি।