নোয়াখালী | তারিখঃ June 23rd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 372 বার


এ ব্যাপারে মাহবুবুল আলম পাটোয়ারি মানবকণ্ঠকে বলেন, ওই স্বাস্থ্য কেন্রেুরর একটি কক্ষ খালি করতে সেখানে থাকা মালামাল তিনি বিক্রি করেছেন। পরিবার-পরিকল্পনার জেলা উপ-পরিচালক মোস্তফা কামালের অনুমতি সাপেক্ষে তিনি এসব মালামাল বিক্রি করেছেন। এছাড়া সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারেরও অনুমতি ছিল।
মোস্তফা কামাল মানবকণ্ঠকে বলেন, তিনি মিথ্যা বলেছেন। তার সঙ্গে এ বিষয়ে কোন কথাই হয়নি। তিনি প্রশ্ন রাখেন সে কিভাবে এসব মালামাল বিক্রি করে।
উপজেলা নির্বাহী অফিসার দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
অভিযোগকারীরা মানবকণ্ঠকে জানিয়েছেন স্থানীয় হারিছ চৌধুরী বাজারের লোহা ব্যবসায়ী সবুজ তাদের জানিয়েছেন, কোন টেন্ডারে অংশ না নিয়েই তিনি এসব মালামাল কিনেছেন। অর্থাৎ এসকল মালামাল অকসনের মাধ্যমে বিক্রি হয়নি।
এব্যাপারে চরবাটা স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ সেকমো জান্নাতুল তাসফিয়া বলেন, এ সকল মালামাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিক্রি করেছেন। তিনি কোন প্রক্রিয়ায় বিক্রি করেছেন তা তিনি অবগত নন।
এ বিষয়ে জানতে স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ফোনে বুধবার ও বৃহস্পতিবার কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগকারীরা জানান, গত ১৮ জুন শনিবার ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে লোহার বেড ও সরকারিভাবে ব্যবহৃত যন্ত্রপাতি ভ্যানগাড়ী যোগে স্থানীয় হারিছ চৌধুরী বাজারে নিয়ে বিক্রি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply