সুবর্ণচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (খাসেরহাট হাসপাতাল) থেকে সরকারি সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাহবুবুল আলম পাটোয়ারির বিুরদ্ধে এ অভিযোগ।
এ ব্যাপারে মাহবুবুল আলম পাটোয়ারি মানবকণ্ঠকে বলেন, ওই স্বাস্থ্য কেন্রেুরর একটি কক্ষ খালি করতে সেখানে থাকা মালামাল তিনি বিক্রি করেছেন। পরিবার-পরিকল্পনার জেলা উপ-পরিচালক মোস্তফা কামালের অনুমতি সাপেক্ষে তিনি এসব মালামাল বিক্রি করেছেন। এছাড়া সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারেরও অনুমতি ছিল।
মোস্তফা কামাল মানবকণ্ঠকে বলেন, তিনি মিথ্যা বলেছেন। তার সঙ্গে এ বিষয়ে কোন কথাই হয়নি। তিনি প্রশ্ন রাখেন সে কিভাবে এসব মালামাল বিক্রি করে।
উপজেলা নির্বাহী অফিসার দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
অভিযোগকারীরা মানবকণ্ঠকে জানিয়েছেন স্থানীয় হারিছ চৌধুরী বাজারের লোহা ব্যবসায়ী সবুজ তাদের জানিয়েছেন,  কোন টেন্ডারে অংশ না নিয়েই তিনি এসব মালামাল কিনেছেন। অর্থাৎ এসকল মালামাল অকসনের মাধ্যমে বিক্রি হয়নি।
এব্যাপারে চরবাটা স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ সেকমো জান্নাতুল তাসফিয়া বলেন, এ সকল মালামাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিক্রি করেছেন। তিনি কোন প্রক্রিয়ায় বিক্রি করেছেন তা তিনি অবগত নন।
এ বিষয়ে জানতে স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ফোনে বুধবার ও বৃহস্পতিবার কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগকারীরা জানান, গত ১৮ জুন শনিবার ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে লোহার বেড ও সরকারিভাবে ব্যবহৃত যন্ত্রপাতি ভ্যানগাড়ী যোগে স্থানীয় হারিছ চৌধুরী বাজারে নিয়ে বিক্রি করা হয়।
সুবর্ণচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগসুবর্ণচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগউল্লেখ, সরকারি কোন সম্পত্তি অকেজো /নষ্ট ঘোষণা করার জন্য একটি উপজেলা কনডেমনেশন বোর্ড রয়েছে। যারা সরকারি মালামাল পরীক্ষা-নিরীক্ষা করে কোনটি অকেজো বা নষ্ট, কোনটি মেরামতযোগ্য ইত্যাদি নির্ধারণ করেন এবং করণীয় সম্পর্কে উপজেলা ডেস্ট্রয় কমিটির নিকট সুপারিশ করেন। তারপর উপজেলা ডেস্ট্রয় কমিটি উক্ত অকেজো সম্পত্তি বিক্রির জন্য অকসনের ব্যবস্থা করেন বা ধ্বংস করেন। কিন্তু এ ক্ষেত্রে মাহবুবুল আলম পাটোয়ারি সরকারি এ সকল নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে সম্পূর্ণ নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি বিক্রি করেছেন।