Noakhali Sadar BABY RAFER ARREST News  22 June

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে শিশু (১০) এর ধর্ষণকারী মোস্তফা মিয়া (৫০) কে ঘটনার দুই দিনপর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করেন।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা মিয়া গোরাপুর গ্রামের আলী আহমদ মাস্টার বাড়ীর মৃত হজু মিয়ার ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ (২২ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর এলাকার তার এক আত্মীয়ের বাড়ীতে অভিযান চালিয়ে ধর্ষক মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশকে জানায় তার মাথায় বুত ছেপেছে তাই সে এ কাজ করে।

প্রসঙ্গত, গত ২০জুন সকালে একই বাড়ীর (সম্পর্কে দাদা) মোস্তফার ঘরে বসে টিভি দেখছিল ওই বাড়ীর বাসিন্দা ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী (১০)। ঘরের ভিতরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে মোস্তফা। এসময় তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন ছুঁটে আসলে মোস্তফা দৌঁড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গ্রেপ্তাকৃত ধর্ষক মোস্তফা পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করে।