
নিজস্ব প্রতিনিধি:
চাঁদার দাবিতে দক্ষিণ আফ্রিকায় আবরার হোসেন পাপ্পু (৫০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশি সন্ত্রাসীরা। এসময় আবরার হোসেন পাপ্পুর একজন দেহরক্ষী ও এক পথচারীও আহত হয়েছে।
সোমবার দিবাগতরাত সাড়ে ১০টার দিকে লুসিকিসিকি শহরের তার নিজ পেট্রোল ফ্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড সোনাপুর গ্রামের শেকান্তর আহমদের ছেলে। তিনি ৩ কন্যা সন্তারের জনক।
নিহতের পরিবারের বরাত দিয়ে তার মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, গত ২৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরের নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত কুরবানি ঈদে বাড়ীতে আসেন তিনি। আফ্রিকায় বিভিন্ন সময় ওই দেশি সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করত।
এর সূত্র ধরে সোমবার রাতে নিজ প্রতিষ্ঠান পেট্রোল ফ্যাম্পে কাজ করছিলেন পাপ্পু। এসময় কয়েকজন সন্ত্রাসীর ফ্যাম্পে এসে পাপ্পুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিছুঁড়লে তার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবরার হোসেন পাপ্পু এবং তার দেহরক্ষী ও এক পথচারী নিহত হয়।
এদিকে রাতে আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলে উদ্দিনের মাধ্যমে পাপ্পুর মৃত্যুর খবর বাড়ীতে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলের শোকে কান্না করতে করতে বারবার মুর্চ্ছা যাচ্ছে তার মা সামছুন নাহার।
প্রসঙ্গত, গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply