Photo Sonaimuri 20
ইয়াকুব আল মাহমুদ:
সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ফয়সালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় খাদ্যে ভেজাল, পরিমাপে কম, ইফতারিতে রঙ ব্যবহার, ফুটপাত দখলসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা প্রদান করেন। সোনাইমুড়ী বাজারের সাইমুন হোটেলকে খাদ্যে অব্যবস্থাপনার কারণে ২ হাজার, ফুটপাতের আম দোকানে ৫ শত, নেপাল কোকারিজ দোকানের ১ হাজার, পাদুকালয় ৫ শত, পারাবী সুজ ৫ শত, রংধনু ক্রোকারিজ ৫ শত, বাবলু টিম্বার স’মিলে ২ হাজার,

জিন্নাহ টিম্বার স’মিলে ৫হাজার, আবু তাহের এন্ড সন্ডস স’মিলে ৫ হাজার, জামান সুজ ৫ শত, জাহানারা ক্রোকারীজ ৫ শত, টুটুল এন্ড সন্স ৫ হাজার, রফিক লাকড়ী দোকান ১ হাজার, মিয়াজী এলমোনিয়াম ১ হাজার, জুনায়েদ সুজ ১ হাজার, , লিটনের মাংস দোকানে পরিমাপে কম দেয়ার কারণে ১ হাজার, হায়দার ফাস্টফুট ১ হাজার ও খাজা হোটেলে খাদ্যে ভেজাল পণ্য মেশানোর কারণে ৫ হাজার টাকা জরিমানা ও ইফতারি সামগ্রী নষ্ট করেন। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ফয়সাল মালামাল ফুটপাতে না রাখার জন্য সতর্ক করেন। সোনাইমুড়ী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে এটি ছিল তার প্রথম অভিযান।