Noakhali Sonaimuri ACCIDENT News  20 June 2016 (1)
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে মালবাহী পিকআপভ্যান চাপায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে আব্দুল গফুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাড়ীটিতে আগুন ধরিয়ে দিয়ে ওই সড়কটি অবরোধ করেছে।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে বগাদিয়া গ্রামের উত্তর পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল গফুর ওই গ্রামের বেলার বাড়ীর মৃত লাল মিয়ার ছেলে। তিনি বজরা সরকারি হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে পায়ে হেটে সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়কের দিকে আসেন আব্দুল গফুর। এসময় তিনি বগাদিয়া উত্তর পোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ী থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল গফুরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Noakhali Sonaimuri ACCIDENT News  20 June 2016 (2)
পরে এই ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই গাড়ীতে আগুন ধরিয়ে দেয় এবং সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, উত্তেজিত জনতা গাড়ীটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনার পর পর গাড়ীর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।