Noakhali News 18-06-2016 Images

নিজস্ব প্রতিনিধি:
সেনবাগ উপজেলার যুগান্তর প্রতিনিধিকে যুবলীগ নেতা আরোফিন অনুগত সন্ত্রাসীরা অর্তকির্ত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করছে।

আরোফিন একই ইউনিয়নের তনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান ৫ম দাপে নিভৃাচনে সংবাদ প্রকাশের জের ধরে শনিবার ইফতারের আধা ঘন্টা আগে স্থানীয় মসজিদে জাহাঙ্গীর হোসেন পটোয়ারী আছর নামায পড়তে যায়। যুবলীগ ক্যাডার আরোফিনসহ তার অনুগতকার ওঁৎ পেতে থেকে প্রতিনিধিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত।

তার চিৎকারে লোকজন এগিয়ে এলো যুবলীগ ক্যাডারসহ তার অনুগতরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধূরী জানান, সেনবাগ উপজেলার যুগান্তর প্রতিনিধিকে স্থানীয় সন্ত্রাসী সাথে নির্বাচনে সংবাদ প্রকাশের জের ধরে অর্তকির্ত হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।