
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে বাড়িতে ঢুকে আসিফ উদ্দিন শান্ত (২১) নামের এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে আরো ৩জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বটগ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আসিফ উদ্দিন শান্ত ওই গ্রামের মুজিব মুন্সি বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সে নোয়াখালী সরকারী কলেজের গনিত বিভাগের অর্নাস ২য় বর্ষের ছাত্র। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতের মামা হাবিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে তার ছোট ভাগিনা শান্ত বাড়ির সামনে রাস্তার পাশে বসে একটি নোকিয়া মোবাইলে গেমস খেলছিল। ওই সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে এলাকার চিহিৃত সন্ত্রাসী শাহেদসহ ৩জন যাচ্ছিল। এসময় তারা শাওনকে দেখে মোটরসাইকেল থামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে।
পরিচয় দেওয়ার পর শান্ত মিথ্যা কথা বলেছে বলে তাকে মারধর করে ওই সন্ত্রাসীরা। পরে শান্ত ভয়ে দৌঁড়ে পাশ্ববর্তী মুজিবুর রহমানের কনক্টেটরের বাড়িতে ঢুকে গেলেও ওই সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পড়ে শান্তকে মারধর করে। পরে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী শাহেদসহ অপরদেরকে ধাওয়া করে ও মারধর করে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহ¯পতিবার রাত ১টার দিকে সন্ত্রাসী শাহেদ তার লোকজন নিয়ে শান্তদের বাড়ীতে হামলা চালিয়ে ঘরে ঢুকে শান্তকে গুলি করে। পরে বাড়ির লোকজনের আতœচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো ৩ জন আহত হয়। রাতে স্থানীয়রা শান্তকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply