Companigonj Noakhali Pic_16_06_2016 (2)

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে মেয়র আবদুল কাদের মির্জা ৪৩কোটি ৩০লাখ ৩০হাজার ৩১৪টাকার বাজেট ঘোষণা করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাববী, ওসি তদন্ত মোঃ আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী, বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Companigonj Noakhali Pic_13_06_2016 (3)[1]

বাজেটে আয়ের খাতে ট্যাক্সেস ৩ কোটি ১১লাখ ২০হাজার, রেইট ২৬লাখ, ফিস ৫ কোটি ৮লাখ ৩০হাজার, অন্যান্য ১ কোটি ১৩লাখ ৮০হাজার, রাজস্ব খাতে সরকারী অনুদান ৭লাখ, উন্নয়ন খাতে সরকারী অনুদান, প্রকল্প সহায়তা ও রাজস্ব উদ্বৃত ৩১ কোটি, মুলধন আয় ১ কোটি ২৭লাখ ৩২হাজার ৭১৭ এছাড়া আগত তহবিল ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫৯৭ টাকা।

মেয়র আবদুলকাদের মির্জা বাজেটের ব্যায়ের খাতে উল্লেখ করেন, সাধারণ সংস্থাপন ২ কোটি ৪৬ লাখ ৭১হাজার ৪৪২টাকা, শিক্ষা ও সাংস্কৃতি খাতে ৭লাখ ৫০ হাজার, সামজিক ও ধর্মিয় প্রতিষ্ঠানে অনুদান ৬লাখ ৫০হাজার, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ৭৪লাখ ৪৫হাজার ৬শ, কর আদায় ও অন্যান্য ১লাখ ৫০হাজার, পরিচালনা ও রক্ষণাবেক্ষন ও অন্যান্য ২ কোটি ৩লাখ ১৫ হাজার, রাজস্ব হতে উন্নয়ন কাজ ৫ কোটি টাকা, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ৩১ কোটি, মূলধন ব্যায় ১ কোটি ২৭ লাখ ৩২হাজার ৭১৭ এছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬৩লাখ ১৫হাজার ৫৫৫ টাকা।