2015_07_01_04_20_20_wBWhHtYOG6hn3WVqxVTxS2JkElp4ZP_original
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেনবাগ পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সোহেলকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ারুল আজিম সোহেল পৌরসভার কাদরা গ্রামের বাসিন্দা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা আনোয়ারুল আজিম সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে থানায় নাশকতাসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে।