
মু গোলাম কিবরিয়া রাহাত:
ঈদের বাকি এখনো ২০ দিন। এর মধ্যে ব্যাপক জমে উঠেছে নোয়াখালীর ঈদের বাজার। ঈদ তাইতে কোন কিছু মানতে রাজি নয় কেউ’ই। পছন্দের পোষাক ক্রয় করতে ভীড় করছে নোয়াখালী জেলার শহরের বিপনী বিতান গুলোতে। জেলার এবারের ঈদের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে ভারতীয় সিরিয়ালের। জেলার সব কয়টি শপিংমল গুলো রয়েছে ভারতীয় বিভিন্ন পোষাকের দখলে।
কিন্তু বিক্রতরা বলছেন, দুই ধরনের পোষক পছন্দ করছেন তারা। তবে পোষাকের প্রতি বেশি আকর্ষন মহিলা ক্রেতাদের।
তবে ভারতীয়দের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই দেশীয় পোষাকও বাচ্চাদের জামা, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, শার্টেরও ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা গেছে।
জেলা শহরের মাইজদীর সেন্টার পয়েন্ট, বিশাল সেন্টার, শখ, টার্গেট, টার্গেট ফেবিক্স, সেন্টার পয়েন্ট, কটন গ্যালারী, দুই কন্যা, তাসনিয়া ফ্যাশন, রাফা, ওম্সে ওয়ার্ড, বিগ বাজার, লাইক সেন্টার সহ সব কয়টি বিপনী বিতান ঘুরে নারী ক্রেতাদের বেশি দেখা যায়।
অপরদিকে, নি¤œ আয়ের মানুষদের ভিড় করতে দেখা গেছে মাইজদী হকার্স মার্কেট, রাস্তার পাশের দোকান ও ফুটপাত গুলোতে। পরিবারের লোকজন নিয়ে ঈদের কেনা কাটায় সময় কাটাচ্ছেন তারা। এছাড়াও জুতা জুয়েলারি, কসমেটিক দোকানেও নারী ক্রেতাদের উপছে পড়া ভীড়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply