DSC01169

নিজস্ব প্রতিনিধি:
খেলাফত মজলিস নোয়াখালীর চৌমুহনী শহর শাখা আয়োজিত ইফতার মাহফিল বক্তরা বলেছেন, মাহে রমজান সংযমের মাস, সহমর্মিতার মাস।

ব্যক্তি বা রাষ্ট্র এ মাস থেকে সংযমের শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর নিকট জবাব দিহীতার মাধ্যমে সমাজ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

চৌমুহনীতে মঙ্গলবার বিকালে রাজমহল রেস্তোরার হল রুমে খেলাফত মজলিস চৌমুহনী শহর শাখা সভাপতি মাওঃ ফয়েজ উল্যাহ মু. ফাইয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আবুল হাসানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওঃ হারুনূর রশিদ।

আলোচনা পেশ করেন ওলামা বাজার মুহাদ্দিস মাওঃ শিব্বির আহম্মদ, চৌমুহনী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফ্তী বেলাল উদ্দিন, খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সভাপতি মুফ্তী আবুল হাসান, মীরওয়ারিশপুর রাশেদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামছুল এরফান, রেল ষ্টেশন জামে মসজিদের খতিব মাওঃ শিহাব উদ্দিন,

খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ মোরশেদ আলম মাসুম, হাফেজ মাওঃ জিয়াউর রহমান, খেলাফত মজলিস পবিত্র মদিনা শাখার প্রশিক্ষণ সম্পাদক গাজী মাওঃ ওসমান গনি, মাওঃ মামুুনুর রশিদ, ডাঃ মাওঃ শহীদ উল্যা, মাওঃ হাফেজ আব্দুল অজিজ,

তাজুল ইসলাম মাহমুদ, ডাঃ ইসমাঈল হোসাইন, মুহাম্মদ ইউনুস, ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি মুহাম্মদ মুরশিদুল ইসলাম প্রমুখ। প্রোগ্রাম শেষে মাওঃ মাহফুজুর রহমান সহ কয়েকজন খেলাফত মজলিসে যোগদান করেন।