news_2177

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জর ফেনী-চৌমুহনী সড়ক দুর্ঘটনায় রামেশ্বর চন্দ্র দাস (৪০) নিহত, ক্ষুব্ধ স্বজনরা কর্তব্যরত ডাক্তারের উপর হামলা আহত ৬ এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রামেশ্বর চন্দ্র দাস সোনাইমুড়ি উপজেলার নাটেরশ্বর ইউনিয়নের নান্টু কুমার দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জর ফেনী-চৌমুহনী সড়ক দুর্ঘটনা রামেশ্বর চন্দ্র দাস মারাক্তভাবে আহত হলে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে রেগীটি মারা গেলে স্বজনার কর্তত্যরত ডাক্তার তানবীর হোসেনের উপর হামলা করে। তাকে বাঁচাতে এলে হাসপাতালে ওয়ার্ড বয় মোহান (২২), রতন (২২), কাশেম ওটি ব্রাদার, মঞ্জুর উপর হামলা করে।

নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়ছে। অভিযোগ করলে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো।