hatiya pic-1
হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘুর্নিঝড় রোয়ানু ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ত্রান বিতরন করেছেন সেভ দ্যা চিডেøন এর সহযোগীতায় স্থানীয় সংস্থা রিক ।

শনিবার সকালে চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার সাইকোন সেল্টারে ৩ শ ৩৫ জন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার,গর্ভবতী মা,শিশু প্রধান পরিবার,বিদ্যালয়গামী শিশু,মহিলা প্রধান পরিবার ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৪ হাজার টাকা ও হাইজিন কিট সামগ্রী বিতরন করা হয়েছে। হাতিয়ায় ৬টি ইউনিয়নে মোট ১৭শ ৫০ পরিবারকে এ সহায়তা দেয়া হবে ।

সেভ দ্যা চিল্ডেন হাতিয়ায় স্বাস্থ্য খাতে অবদান রেখেছেন। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরর্শেদ লিটন,রিক সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ,সেভ দ্যা চিল্ডেন কর্মকর্তা মোশতাক হোসেন প্রমুখ।