নোয়াখালী | তারিখঃ June 13th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 421 বার

বেলাল হোছাইন ভূঁইয়াঃ
রবিবার সকালে সোনাইমুড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড ভানুয়াই গ্রামে সাবরেজিষ্ট্রি অফিস- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত্ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাংগঠনিক সম্পাদক মীরন অর রশিদ, সদস্য সিদ্দীক উল্যা মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, সহ সভাপতি মিজানুর রহমান বাবুল, পৌর সহকারী প্রকৌশলী নিয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী পীযুষ কান্তি সাহা।
উপজেলা যুবলীগ আহবায়ক খলিলুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন সুজন, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক ইয়াছিন ভুঁইয়া, এসএম তৌহিদ হাজারী, আবু মোঃ মহসিন, হামিদ ইউসুফ তনয়, কলেজ ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ, পৌর যুবলীগ সভাপতি সামছুল আলম দয়াল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ ইউছুফ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
এর আগে জাহাঙ্গীর আলম আমিশাপাড়া বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে মত বিনিময় ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নগদ আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ক্যাপ্টেন আলা উদ্দিন আলো, অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন, আব্দুল জব্বার, মোশারফ হোসেন মিঠু, আবুল কাশেম ও মহিলা সদস্য রেখা রানী দাস, প্রধান শিক্ষক চন্দ্র উদয় মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পারভেজ আলম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন সুমন, সদস্য মোঃ সেলিম, মোঃ বেলাল হোসেন সুমন, মোঃ রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে উন্নয়নের ধারাবাহিকতায় সোনাইমুড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামে এ সড়কের উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে এই উপজেলা ও পৌরসভার প্রত্যেকটি গ্রামের সড়কের উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
সোনাইমুড়ী থানার পাশাপাশি আমিশাপাড়াতে একটি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে এবং এ উপজেলায় আরো একটি বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনের কাজ চলছে। এ কেন্দ্রটি চালু হলে এ উপজেলায় ২০ থেকে ২২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। পাশাপাশি থানার তদন্ত কেন্দ্র স্থাপিত হলে এ অঞ্চলে অপরাধ প্রবনতা রোধ করা সম্ভব হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply