e6d50d3e09eedd2550eac3cfa265b865
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর পৌর এলাকার সোনাপুরে বিশ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় বসতঘরে হামলা চালিয়ে আহত করে ৫ জনকে। এ সময় সন্ত্রাসীরা ৩ টি মটর সাইকেল ও ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, দীর্ঘদিন থেকে স্থানীয় সন্ত্রাসী মাসুদ ও জয়নাল ২০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে দিনের বেলায় ৫০/৬০ জনের একদল সশস্ত্র বাহিনী হামলা করে দরজা ভে্েঙ্গ ঘরে ঢুকে পরিবারের সদস্যদের পেটাতে শুরু করে। এতে গৃহকর্তা ছালাহ উদ্দিন, তার স্ত্রী বাবেয়া সুলতানা, ছেলে সাজ্জাদ হোসেন রাসেলসহ ৫ জনকে গুরুতর আহত করে।

আহতদের সোনাপুর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গৃহকর্তা ছালাহ উদ্দিন বাদী হয়ে সুধারাম সডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।