মু গোলাম কিবরিয়া রাহাত:
নোয়াখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য ‘বেসিক আউটসোসিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) জেলা শহরের বিআরডিবি ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে।Noakhali Media Workers Outsourcing of Workshop  News 07-06-2016 (2) Imagesআইসিটি মন্ত্রনালয়ের ‘বেসিক আউটসোসিং’ প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ একরামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস কাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, ও সহ-সভাপতি শাহ এমরান মোহাম্মাদ সুজন।

Noakhali Media Workers Outsourcing of Workshop  News 07-06-2016Images

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের এ কর্মশালায় নোয়াখালীতে ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

বেসিক আউটসোসিং’ প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ একরাম সাংবাদিকদের আউটসোসিং বিষয়ে বিভিন্ন প্রশ্নের উওর দেন।