আব্দুল বারী বাবলু :

সুবর্ণচরে দৈনিক যায়যায়দিন এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যায়যায়দিন এর সুবর্ণচর সংবাদদাতা আব্দুল বারী বাবলু ও ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ জুন সোমবার সকাল ১১ টায় সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালিত হয়।

দৈনিক যায়যায়দিন এর সুবর্ণচর উপজেলা ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ এর বাংলা বিভাগীয় প্রধান আবদুল্যাহ দিদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

Photo (1)Photo (1)

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, আবদুল হাই, মোঃ সাইফুল্যাহ, মোঃ জামশেদ, সালাহ উদ্দিন, অলি উল্যাহ, বাবু রনজিৎ চন্দ্র কুরী, ফারুকুল ইসলাম, আবু জুনায়েদ মোঃ ছিদ্দিকী ও ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব জোবায়ের ইসলাম।

আলোচনা সভায় দৈনিক যায়যায়দিন এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনসেবায় দায়িত্ব পালন করায় দৈনিক যায়যায়দিন পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দৈনিক যায়যায়দিন একটি ভিন্ন মাত্রার জাতীয় দৈনিক, যা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।