নোয়াখালীর পাতা ডেস্ক:
সরকারি নিয়মনীতি পালন না করে অবৈধ ভাবে ইটভাটায় (ব্রিকফিল্ডে) ইট পোড়ানোর অভিযোগে ০৯ ইট ভাটার লাইসেন্স বাতিল করেছে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) বদরে মুনির ফেরদাউস। সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে ইটভাটা মালিকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসার ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) ন্সেহাশিষ দাস, সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক ,ইউপি চেয়ারম্যান মমিন উল্লাহ, সেনবাগ প্রেসক্লাব সেক্রেটারী এমএ আ্্উয়াল, ইমারত ব্রিক ফিল্ড মালিক বাকের চেয়ারম্যান, নুর বানু ব্রিক ফিল্ডের মালিক আবদুর সাত্তার, ব্রিকফিল্ড মালিক ইউনুস পাটোয়ারী বাচ্চু প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইটভাটা গুলোর লাইসেন্স বাতিলের কথা প্রকাশ করেন। সভায় আগামী ১সপ্তাহের মধ্যে সেনবাগের পরিবেশ রক্ষায় সড়কগুলোতে ট্রাক্টর চলাচল বন্ধের সিন্ধান্তও গৃহীত হয়।
লাইসেন্স বাতিলকৃত ইটভাটা (ব্রিকফিল্ড)গুলো হচ্ছে: মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স জননী ব্রিকস, মেসার্স আলম ব্রিকস, মেসার্স সোনলী ব্রিকস, মেসার্স আর.বি.এম ব্রিকস, মেসাস রহমান ব্রিকস, মেসার্স রাফাতুন নুর ব্রিকস, মেসার্স কে.এস.বি ব্রিকসমেসার্স এম.এ ব্রিকস। যোগাযোগ করলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক বিষটি নিশ্চিত করেছেন।