Noakhali Pic 01 05-06-16

নিজস্ব প্রতিনিধি :

ডেসটিনি-২০০০ লিমিটেড চালু, ব্যাংক হিসাব খুলে দেয়া ও কোম্পানীর কর্মকর্তাদের নি:শর্ত মুক্তির দাবী করেছে সহ¯্রাধিক বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা। আজ রোববার বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপি নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে এ দাবী করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ধারণ করেন।

কোম্পানীর বিনিয়োগকারী মো. মোশারফ হোসেনের পরিচালনায় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ক্রেতা ও বিনিয়োগকারী মো. আনিছুর রহমান মামুন, আমিনুল হক, রাজিব কুরি প্রমুখ।

এসময় তারা বলেন, ডেসটিনি ও এর ব্যাংক হিসাব বন্ধ করে দেয়ায় এবং কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ হোসেইন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনসহ কর্মকর্তাদের মুক্তি না দেয়ায় সারাদেশে প্রায় ৪৫ লাখ বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা মানবেতর জীবন যাপন করছে।

গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানে প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ মালিকানা ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর কমবেশি ৮ লাখ ৫০ হাজার শেয়ার হোল্ডার সদস্য রয়েছে। এরা ডেসটিনির ট্রি প্লানটেশনের ‘অগ্রিম বৃক্ষ রোপন প্যাকেজ’ এর স্বল্প ও দীর্ঘ মেয়াদের বিনিয়োগকারীও।

বর্তমানে এসব মানুষগুলো অসহায় ও মানববেতন জীবন যাপন করছে। একই সাথে ডেসটিনির সকল স্থাবর-অস্থাবর অর্থ, সম্পদ লুট ও ধ্বংস হয়ে যাচ্ছে।

এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে ডেসটিনি চালু, ব্যাংক হিসাব খুলে দেয়া ও কোম্পানীর কর্মকর্তাদের নি:শর্ত মুক্তির দাবী করেছে মানববন্ধন-সমাবেশে অংশগ্রহণকারীরা।