নোয়াখালী | তারিখঃ June 5th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 452 বার

নিজস্ব প্রতিনিধি :
ডেসটিনি-২০০০ লিমিটেড চালু, ব্যাংক হিসাব খুলে দেয়া ও কোম্পানীর কর্মকর্তাদের নি:শর্ত মুক্তির দাবী করেছে সহ¯্রাধিক বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা। আজ রোববার বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপি নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে এ দাবী করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ধারণ করেন।
কোম্পানীর বিনিয়োগকারী মো. মোশারফ হোসেনের পরিচালনায় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ক্রেতা ও বিনিয়োগকারী মো. আনিছুর রহমান মামুন, আমিনুল হক, রাজিব কুরি প্রমুখ।
এসময় তারা বলেন, ডেসটিনি ও এর ব্যাংক হিসাব বন্ধ করে দেয়ায় এবং কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ হোসেইন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনসহ কর্মকর্তাদের মুক্তি না দেয়ায় সারাদেশে প্রায় ৪৫ লাখ বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা মানবেতর জীবন যাপন করছে।
গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানে প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ মালিকানা ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর কমবেশি ৮ লাখ ৫০ হাজার শেয়ার হোল্ডার সদস্য রয়েছে। এরা ডেসটিনির ট্রি প্লানটেশনের ‘অগ্রিম বৃক্ষ রোপন প্যাকেজ’ এর স্বল্প ও দীর্ঘ মেয়াদের বিনিয়োগকারীও।
বর্তমানে এসব মানুষগুলো অসহায় ও মানববেতন জীবন যাপন করছে। একই সাথে ডেসটিনির সকল স্থাবর-অস্থাবর অর্থ, সম্পদ লুট ও ধ্বংস হয়ে যাচ্ছে।
এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে ডেসটিনি চালু, ব্যাংক হিসাব খুলে দেয়া ও কোম্পানীর কর্মকর্তাদের নি:শর্ত মুক্তির দাবী করেছে মানববন্ধন-সমাবেশে অংশগ্রহণকারীরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply