Dead011463068932
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নে বজ্রপাতে নূর ইসলাম এবং রফিক উল্ল্যা নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের শেখ আহমদের বাড়ীর আইয়ুব আলীর ছেলে নূর ইসলাম (২৮) ও ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্ল্যা (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তাদের পাশ্ববর্তী গ্রাম সোনাদিয়ায় ট্রাক্টর দিয়ে এক ধান খেতে চাষ দিচ্ছিলেন নূর ইসলাম। দুপুরে বৃষ্টি শুরু হলেও বৃষ্টির মধ্যে তার কাজ অব্যাহত রাখেন নূর ইসলাম। দুপুর ১২টার দিকে ট্রাক্টরের ওপর থাকা অবস্থায় বজ্রপাতে নূর ইসলাম নিহত হয়।

অপরদিকে দুপুর সোয়া ১২টার দিকে চরআলগী গ্রামে নিজের বাড়ীর পাশে শ্রমিকদের সাথে নিজের খেতে কাজ করছিলেন রফিক উল্ল্যা। বৃষ্টি শুরু হওয়ার পর পাশ্ববর্তী দোকান থেকে শ্রমিদের জন্য খাবার নিয়ে পুনঃরায় খেতে দিকে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন রফিক উল্ল্যা।

প্রসঙ্গত, গত ৩১ মে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বজ্রপাতে ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলীর বাড়ীর আব্দুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮) তার স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাদের ছেলে মো. ঈমন (২) নিহত হয়।