Snapshot - 1
নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্র দখল,জালভোট,বিরোধীপক্ষ ও সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা আর মারামারির মধ্যদিয়ে ৬ষ্ঠ দফায় নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিনোদপুর ইউনিয়নের ৪২ নং কেন্দ্র সফিপুর সরকারী প্র.বিদ্যালয়, ৪৫ নং কেন্দ্র দারুছুন্নাহ আরবিয়া মাদ্রাসা, এওজবালিয়া ইউনিয়নের ৫৯ নং কেন্দ্র করমুল্ল্যা সরকারী প্র.বিদ্যালয়, পূব চরমটুয়া ইউনিয়নের ৯৪ নং কেন্দ্র মোলভীটোল সরকারী প্র.বিদ্যালয়, কাদিরহানিফ ইউনিয়নের ৩০ নং কেন্দ্র মোতালেব সরকারী প্র.বিদ্যালয় ও অশদ্বিয়া ইউনিয়নের ৭৫ নং কেন্দ্র আজিজিয়া মাদ্রাসা কেন্দ্র ভোট গ্রহন স্থগিত করছে স্ব স্ব প্রিজাডিং অফিসার। ভোট গ্রহন স্থগিত বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।

এদিকে বেলা ১২ টায় সংবাদ সম্মেলন করে ২টি ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সকাল ১০টায় নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একদল যুবক জোরপুর্বক কেন্দ্রে প্রবেশ করে সহকারী প্রিসাইডিং অফিসার থেকে অসংখ্যব্যালেট পেপার দখলে নিয়ে সিল দেয়। এ সময় তারা সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে।

বেলাবাড়ার সাথে সাথে কাদির হানিফ ইউনিয়নের সবকয়টি,অশ্বদিয়া ইউনিয়ন,এওয়াজবালিয়া ইউনিয়নসহ প্রায় সবকটি ইউনিয়নের কেন্দ্রগুলো নৌকা মার্কার সমর্থকরা দখল করে নেয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৮ জন এবং সংরক্ষিত পদে ১০২ ও সাধারণ পদে ৫৬৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২লাখ ১৪হাজার ৬শত ৯জন।
##