নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে আলা উদ্দিন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও অচেতন করে নগদ টাকাসহ ৪লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
কবিরহাট-কালামুন্সি সড়কের কালামুন্সি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আলা উদ্দিন (৩৭) সোন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাও গ্রামের তাজু মেস্ত্রি বাড়ীর আহম্মদ করিমের ছেলে। তিনি কবিরহাট বাজারের ‘নিহা জুয়েলার্স’ এর পরিচালক।
আহত ব্যবসায়ী আলা উদ্দিন জানান, রাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে কবিরহাট-কালামুন্সি সড়ক দিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথে কালামুন্সি বাসস্ট্যান্ড এলাকায় ৪জন দূর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে একটি বাড়ীতে নিয়ে যায়। পরে দূর্বৃত্তরা তাকে নেশাদ্রব্য প্রাণ করিয়ে অচেতন করে ৬ভরি স্বর্ণ, ৫’হাজার ৬’শ ৫০ সৌদি রিয়াল, একটি মোবাইল ও নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ব্যবসায়ী আলা উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।