নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে শহিদুল আলম (৪০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহতের স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত শহিদুল আলম ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে শহিদ ও তার স্ত্রী খোদেজার মধ্যে তাদের ছেলে সন্তানের খৎনা (মুসলমানি) অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এসব ঘটনা নিয়ে সোমবার দুপুরে শহিদের ভায়রার বাড়ী বাবুপুর-শ্রীপুর গ্রামে এক পারিবারিক সালিশি বৈঠক বসে। বৈঠকের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার শুরু হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী খোদেজা, তার বোন হাফিজা ও ভায়রা শফিক রহমান একত্রিত হয়ে শহিদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
পরে বিকেলে হামলাকারীরা গুরুতর আহত অবস্থায় শহিদ উদ্ধার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নিহতের মাথায় ইটের আঘাতের চিহৃ রয়েছে। মৃতদেহ ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।