
নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে শহিদুল আলম (৪০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহতের স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত শহিদুল আলম ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে শহিদ ও তার স্ত্রী খোদেজার মধ্যে তাদের ছেলে সন্তানের খৎনা (মুসলমানি) অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এসব ঘটনা নিয়ে সোমবার দুপুরে শহিদের ভায়রার বাড়ী বাবুপুর-শ্রীপুর গ্রামে এক পারিবারিক সালিশি বৈঠক বসে। বৈঠকের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার শুরু হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী খোদেজা, তার বোন হাফিজা ও ভায়রা শফিক রহমান একত্রিত হয়ে শহিদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
পরে বিকেলে হামলাকারীরা গুরুতর আহত অবস্থায় শহিদ উদ্ধার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নিহতের মাথায় ইটের আঘাতের চিহৃ রয়েছে। মৃতদেহ ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply