hatiya pic 1
হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি নির্বাচনের পর থেকে একাধিকবার হামলা করা হয় সোনাদিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের বাড়ীতে।

কারে বাড়িতে হামলা, কারো পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ প্রতিদিনই এই প্রতিহিংসার কার্যক্রম অব্যহত রয়েছে।

জানা যায় রবিবার হঠাৎ দুপরে অস্ত্র স্বস্ত্র নিয়ে সোনাদিয়ার দুর্দষ ডাকাত ফারুক কমান্ডারের নেতৃত্বে শতাধিক লোকজন চরচেঙ্গা বাজারে পূর্ব পাশে রুহুল আমিন কোম্পানীর বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়ীর দু’টি ঘরের দরজা জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার সহ প্রায় বিশ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সন্ত্রাসীদের ভয়ে রুহুল আমিন কোম্পানী সহ তার পরিবারের লোকজন এ সময় পালিয়ে যায়। সন্ত্রাসীরা বাড়ীর দু’টি ঘরের ভিতরে ভাংচুর ছাড়াও সকল মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। ঘন্টা ব্যাপী এই লুটতরাজ চলতে থাকলে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে সন্ত্রাসীরা নিরাপদে গাডাকা দেয় ।

এর কয়েকদিন পূর্বে সন্ত্রাসীরা রুহুল আমিন কোম্পানীর দু’টি মাছের প্রজেক্টে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মাছ মেরে ফেলে। এ ব্যপারে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে রুহুল আমিন কোম্পানী জানান।

উল্লেখ্য রুহুল আমিন কোম্পানী সোনাদিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আরাফাতের পক্ষে নির্বাচন করে। তাই বর্তমান চেয়ারম্যান মালেশিয়া নূরুল ইসলামের সমর্থকরা স্থানীয়  জলদস্যু ও ডাকাতের সহযোগিতায় সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।