IMG_7423

আব্দুল বারী বাবলু:
“সকল প্রসূতির জন্য মানসন্মত সেবা, আমাদের অঙ্গিকার”এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুবর্ণচরে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৬ পালিত হয়েছে।
শনিবার ২৮ মে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক এর আয়োজনে এ দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে  একটি  বর্ণাঢ্য র‌্যালির অয়োজন করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভায় মিলিত হয়।
স্বাস্থ্যকর্মী আব্দুর রহমান এর পরিচলনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্র্যাক এর সুবর্ণচর শাখার কর্মসূচী সংগঠক পলাশ কুমার দাস, ব্র্যাক এর বন্ধন কর্মসূচীর  কিনিক ম্যানেজার মোহাম্মদ মোর্রশেদ প্রমূখ। এসময় সভায় বিভিন্ন এনজিও স¦াস্থ্যকর্মীরা অংশগ্রহন করেন।