নোয়াখালীর পাতা ডেস্ক:
সরকারী খরচে অসচ্ছ্বল, দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তার লক্ষ্যে নোয়াখালী জেলা জজের সম্মেলন কক্ষে সরকারী আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিস্পত্তির কেন্দ্রস্থল জেলা লিগ্যাল এইড অফিস বিষয়ক জনসচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ একে এম মোশেদ খান, চীপ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মুরাদ-এ-মওলা সোহেল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শকত হোসেন, এডিএম ড. মাহে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জেলা লিগ্যাল এইড এর কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ মোরশেদুল আলম।
জেলা জজ বলেন গরিব মানুষের আইনি সহায়তাকে অর্থবহ, কার্যকর ও গণমুখি করার জন্য সকলের প্রচেষ্টা প্রয়োজন। একই সাথে বিচার প্রার্থী গরিব মানুষের মামলা গুলো দ্রুত নিস্পত্তি করতে হবে। সেই জন্য বিচারক ও আইনজীবিদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে আইন সহায়তা কার্যক্রমে সফলতা সম্ভব।