Noakhali senbag & Begumgong up vote(28.05.2016)

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে ২২৫টি ভোট কেন্দ্র পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষনীয়।
বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ ৮৬ জন, সংরক্ষিত নারী আসনে ১৩৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত নারী আসনে ৭৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।