Photo Sonaimuri 26
বেলাল হোছাইন ভূঁইয়াঃ
সোনাইমুড়ী পৌরসভার আগামী বাজেট কেমন হওয়া চাই এ নিয়ে বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলার আনোয়ারা কমিউনিটি সেন্টারে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ১৯ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার ৫০৮ টাকা ২০ পয়সা প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অংশ নেয়।

সভায় ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিবরণী তুলে ধরে মেয়র মোতাহের হোসেন মানিক অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, সুপেয় পানি, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, রাস্তা-ব্রীজ-কালভার্ট সংস্কার ও নির্মান ও শিক্ষাখাতে প্রাধান্য দিয়ে উক্ত প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন এবং উপস্থিত পৌরসভার নাগরিকদের সহযোগীতা কামনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।