NOAKHALI POURA ELECTION - 25-05-2016 Images 03
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ ও নোয়াখালী পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষনীয়। এখন পর্যন্ত সৌহাদ্য পূর্ন পরিবেশ বজায় রয়েছে।

নোয়াখালী পৌরসভায় মেয়র পদে ৪ জন,সধারন কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬ হাজার ১ শত ৩৩ জন ভোটার ২৫টি কেন্দ্রে ভোট দিয়ে তাদের পৌর মেয়র নির্বাচিত করবে।

NOAKHALI POURA ELECTION - 25-05-2016 Images 01

এ ছাড়া সেনবাগ পৌরসভায় মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ হাজার ৮ শত ৯৮ জন ভোটর ৯টি কেন্দ্রে ভোট প্রদান করছে। এখন পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে।