P-L-3

সেনবাগ প্রতিনিধি,
নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ও সংগঠনের সিদ্ধান্ত উপক্ষো করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় আওয়ামী লীগের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আতাউর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হচ্ছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু নাছের দুলাল (ভিপি দুলাল), সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম কবির, মঞ্জুর মোর্শেদ, এডভোকেট আব্দুল আজিম চৌধুরী মানিক ও কৃষকলীগ নেতা আব্দুল মন্নান সিরাজী।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আতাউর রহমান মানিক জানান, জেলা আওয়ামী লীগের জরুরী সভায় সিদ্ধান্তক্রমে পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবু জাফর টিপুর বিরুদ্ধে সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করায় আবু নাছের দুলাল ও তাকে সহযোগিতা করায় অন্যদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ মে বুধবার সেনবাগ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।