Noakhali Roanu News 24-06-2016 Images

ফিরোজ উদ্দিন, হাতিয়া প্রতিনিধি:
ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ক্ষতিগ্রস্থ পরিবারের লোকদের মাঝে আজ (মঙ্গলবার) সকালে ত্রান বিতরন করেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। ক্ষতিগ্রস্থ এলাকায় ৬৫ মে:টন চাল ও নগদ ২ লক্ষ টাকা বিতরন করেন।

হাতিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত চরঈশ্বর, নলচিরা ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রান কর্মকর্তা এমডি শাহজাহান কবির, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিন ও স্থানীয় জন প্রতিনিধিরা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে হাতিয়ায় ৩ জন নিহত হওয়ার পাশাপাশি ২হাজার ৫শ পুকুর, মৎস্য খামার, ৯ হাজার ৮ শ বাড়ি ঘর বিধ্বস্থ হয়। এখনো খোলা আকাশের নিচে অনেকে রাত্রি যাপন করছে।