
নিজস্ব প্রতিনিধি,
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচারনবিধি লঙ্ঘণের অপরাধে নোয়াখালীর সেনবাগে চার চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন প্রার্থীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে সেনবাগ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহা শীষ দাস এ দন্ড করেন।
অর্থদন্ডপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- উপজেলার কেশারপাড় ইউনিয়নের আওয়ামলী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বেলাল ভূঁইয়া (নৌকা) ৩’হাজার টাকা, বিএনপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক (ধানেরশীষ) ৩’হাজার, স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন (মোটরসাইকেল) ৩’হাজার, স্বতন্ত্রপ্রার্থী আবু বক্কর সিদ্দিক ৩’হাজার টাকা এবং ডমুরুয়া ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী আবুল হোসেন (গোড়া) প্রতিককে ৩’হাজার টাকা জরিমানা করা হয়।,
অর্থদন্ডপ্রাপ্ত সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা হচ্ছেন- কেশারপাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী মামুনুর রশিদ (ফুটবল) ২’হাজার, সামছুল হক (ছাপাকল) ২’হাজার, আব্দুল জলিল (তালা) ২’হাজার, সফিকুল আলম (মোরগ) ২’হাজার, ৪,৫ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ফরিদা আক্তার (কলম) ২’হাজার, ৭,৮ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আলেয়া বেগম (কলম) ২’হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহা শীষ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থদন্ডপ্রাপ্ত প্রার্থীগণ দেয়ালে নির্বাচনী পোস্টার লাগিয়ে আচারণবিধি লঙ্ঘণ করায় তাদের অর্থদন্ড করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সর্তক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply