Quader Kader Noakhali news 22-05-2016  (1)

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় সরকারের সাফল্য বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক মনিটিরং ও আগাম সর্তকতামূলক প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতির পরমাণ কম হয়েছে।

রোববার ২২ মে সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী দূযোগে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Quader Kader Noakhali news 22-05-2016  (2)

পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা, চর এলাহি ও মুছাপুর ইউনিয়নে দূগতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।