13254430_506896719495998_1218380428535591019_n
নিজস্ব  প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে বৈরী আবহাওয়ায়, ভারী বর্ষণ, ঘূর্ণি বাতাসে নোয়াখালীর হাতিয়া, সুবর্নচর, কোম্পনীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই এলাকায় প্রায় ৪-৫ ফুট জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।
13241222_1734071330215343_8052841411245721283_n

নোয়াখালী আবহাওয়া অফিস বলছে, ধীরে ধীরে বায়ুর চাপ কমছে। অর্থাৎ ঘূর্নিঝড় তীরের দিকে ধেয়ে আসছে। গত ২৪ ঘন্টায় ৯৭ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেন, জেলায় দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় উপজেলাগুলোতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ২৫১টি ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত ১২৫০০ লোক আশ্রয় নিয়েছে। ১০৯ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শনিবার ভোর রাতে রোয়ানু’র প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের পানিতে উপজেলা নিন্মাঞ্চল সমূহ প্লাবিত হয়। এতে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলার সোনাদিয়া, নলচিরা, সুখচর, তমরদ্দি, চরঈশ্বর ইউনিয়নের ২৫টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়ে নিন্মাঞ্চলের কয়েক হাজার অসহায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
##