
মু গোলাম কিবরিয়া রাহাত:
নোয়াখালী পৌরসভার ২৫ মে নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের দলীয় নৌকা প্রতীকের একমাত্র মেয়র প্রার্থী শহর আ’লীগের সাধারণ সম্পাদক এককালীন পর পর দু’বার নির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি ও তুখোড় ছাত্র নেতা শহিদ উল্যাহ খান সোহেল। অপরদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলেরও পর পর দু’বার নির্বাচিত সভাপতি মোঃ হারুনুর রশিদ আজাদ। মোঃ হারুনুর রশিদ আজাদ বর্তমান সহ দু’বারই নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
২৫ মে নোয়াখালী পৌরসভা নির্বাচনে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমুল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মেয়র প্রার্থী শহিদ উল্যাহ খান সোহেলকে বিজয়ী করতে ৯ ওয়ার্ডে মনোনয়ন পত্র, প্রতীক বরাদ্ধের পর থেকে কাজ করছে। ওই নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই-বাছাই প্রতীক বরাদ্ধের পর থেকে নোয়াখালী পৌরসভার ৯ ওয়ার্ডের অলিতে-গলিতে, চা দোকানে, আবাসিক এলাকায়, অফিস আদাত, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র নোয়াখালী পৌরসভার উন্নয়ন নিয়ে কি হবে ও অবিভাবক কে হবে নতুন করে ভোটাররা ওই ২ মেয়র প্রার্থীদের ব্যাপারে বিশ্লেষণ করছেন। এবার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে একামাত্র আ’লীগ ও বিএনপি’র মেয়র ২ প্রার্থী সহ অপর সংরক্ষিত ও সাধারণ আসনে কাউন্সিলররা জেলা শহর মাইজদী প্রধান সড়কের দু’পাশে ও শহরের উপকন্ঠ অপর সড়কে, অলিতে-গলিতে পোস্টার, ব্যানারে ছেঁয়ে গেছে। এছাড়াও অপর সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ করছে ভোটাররা।
দলীয় সূত্রে জানায়, দলীয় আ’লীগের সিদ্ধান্তকে অপর সম্ভাব্য প্রার্থীরা সমর্থন করে স্বতন্ত্র প্রার্থী হয়েও মনোনয়ন দাখিল করেনি। এতে আ’লীগের দলীয় নোয়াখালী পৌরসভার একমাত্র মেয়র প্রার্থী শহর আ’লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল মনোনয়ন পত্র দাখিল ও প্রতীক বরাদ্ধের পর থেকে ৯ ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সহযোগীতা নিয়ে পৌরসভার মেয়র নির্বাচনে বিজয়ী হতে উঠান বৈঠক, প্রতিনিধি সমাবেশ, গণ সংযোগ, পোস্টার, লিপলেট, ব্যানার প্রচার করছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত আসন ও সাধারণ আসনের প্রার্থীরাও বিজয়ী হতে ভোটারদের সাথে গণ সংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় করছে। মেয়র প্রার্থীদের মধ্যে আ’লীগ ও বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী ছাড়াও জাপার দলীয় মেয়র প্রার্থী আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রয়েছেন।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা প্রার্থী ফরিদা আক্তার, ফারুল, মোসাম্মৎ আজমলা আক্তার, মমতাজ বেগম, নিলুফার কোমরেদ জাহান। সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন মেঃ সাইফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান সাজু, মোঃ রফিক উল্যাহ, মোঃ রফিকুল বারি, সওকত হোসেন, আবু হাছান রাসেল, মোঃ দেলোয়ার হোসেন, আবদুল হান্নান, মোঃ ফখরুদ্দিন মাহমুদ, নাছিম উদ্দিন সুনাম, মোঃ আবুতাহের, মোঃ জাকির হোসেন, মোঃ ইফতেখার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সালেহ উদ্দিন, ফরহান উদ্দিন বাপ্পী, মোঃ আবুল হোসেন, মোঃ মোজাম্মেল হোসনে, মোঃ বদরুল হাছান, মোঃ আবুল খায়ের, মোঃ জাহিদুর রহমান, জিল্লুর রহামন সজিব, মোঃ শাহজাহান, মোঃ মাহফুজুর রহামন স্বপন,
মোঃ ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, মোঃ তাজুল ইসলাম, মাহফুজুর রহমান, রতন কৃষ্ণ পাল, আবদুল মজিদ পনক, মোঃ হারুনুর রশিদ আজাদ, শাহাদাত হোসেন, খোকন কুমার দাস, আবদুর রহমান, মোঃ আবদুল গনি, মোঃ হোসেন মিয়া, সাইফুল ইসলাম, নূর নবী সোহাগ, এ বি এম মহিউদ্দিন, মোঃ মহিউদ্দিন করিম, আনোয়ার উল্যাহ, সৈয়দ আহসান হাবিব, মোঃ ছাকায়েত উল্যাহ ছাবু, আবদুল জব্বর, আমিন উল্যাহ, মোঃ শরিফুল ইসলাম, আবদুল জাহের, হেদায়েত উল্যাহ, আবদুল করিম, মোঃ শাহজাহান, সায়েদ মোশারেফ হোসেন, মোঃ তছলিম উদ্দিন, শহিদ উল্যাহ ও রফিকুল বারি।
নোয়াখালী পৌরসভার আ’লীগের দলীয় মেয়র প্রার্থী, শহর আ’লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল জানান, আ’লীগের দলীয় সিদ্ধান্তকে অপর সম্ভাব্য প্রার্থীরা সমর্থন করে মনোনয়ন পত্র কেউ জমা দেয়নি। মনোনয়ন পত্র জমার পর থেকে আ’লীগের ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সহযোগীতা নিয়ে নোয়াখালী পৌরসভায় ভোটারদের সমর্থনে ২৫ মে নির্বাচনে ইন্শাল্লাহ বিজয়ী হবো এতে আমি আশাবাদি।
বর্তমান ও বিএনপি’র দলীয় নোয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মোঃ হারুনুর রশিদ আজাদ জানান, গত ১০ বছরে আমি নোয়াখালী পৌরসভার রাস্তা, কালভার্ট, দীর্ঘ দিনের শহরের জলাবদ্ধতা নিরসন করতে প্রধান সড়কের পূর্ব পাশে হাই ওয়ে ড্রেণ, ডাস্টবিন নির্মাণ, ময়লা-আবর্জনা অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, পৌরসভার আনাচে-কানাচে বিদ্যুতের খুটিতে বাতি দিয়ে পৌরসভার রাস্তা নাগরিকদের যাতায়াতের সুবিধা করেছি তা বিগত কোন মেয়রই এত উন্নয়ন করেনি। এ উন্নয়ন অবশ্যই পৌর ভোটাররা মূল্যায়ন করে আগামী ২৫ মে নির্বাচনে আমাকে সমর্থন করে পুনরায় বিজয়ী করবে।
নিজস্ব প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/১৯ মে ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply