timthumb
জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে বৈশাখী মেলা বন্ধ করে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এতে আহত হয়েছে অন্তত ১০জন।

মঙ্গলবার দিবাগতরাত সোয়া ১১টার দিকে চরহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- কুমিল্লা জেলার তিতাস এলাকার জালাল উদ্দিন খানের ছেলে আকাশ খান, আকাশ খানের স্ত্রী সুমি আক্তার, সালা উদ্দিন, শানু আক্তার, আব্দুল্যাহ, সোহাগ’সহ ১০জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে চরহাজারী ইউনিয়নে ‘খান সাহেব আলী’ মেলা গত ১৫ দিন আগে চালু হয়। মেলায় প্রতিদিন লটারি, জুয়া ও মহিলা শিল্পিদের দিয়ে গান ও নাচের আয়োজন করা হয়।

মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েকজন পুলিশ নিয়ে ওই মেলা বন্ধ করে দেন। পরে ঘটনায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন দূর্বৃত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এতে মেলায় আগত শিল্পি’সহ অন্তত ১০জন আহত হয়।

মেলা পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক জানান, রাতে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলা প্রাঙ্গণে আসেন। এসময় মেলার লটারির ড্র চলছিল। পরে ইউএনও কোন কথা ছাড়াই স্টেজের পিছনে থাকা শিল্পিদের ওপর লাঠিাচার্জ করেন। এতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আশা কয়েকজন শিল্পিসহ অন্তত ১০জন আহত হন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন  জানান, মেলায় অবৈধ জুয়া ও অশ্লীল নৃত্য চলার অভিযোগে মেলা বন্ধ করার জন্য মেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়। পরে আমরা ফেরার পথে কয়েকজন আমাদের গাড়ীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ীর কয়েকটি কাচ ভেঙে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, কয়েকজন উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০/১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে।