Photo Sonaimrui

বেলাল হোছাইন ভ‚ঁইয়া:
সোনাইমুড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর মিলনায়তনে দুইদিন ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ড.রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কাশেম।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সোনাইমুড়ী কলেজ, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসা, অম্বরনগর উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ একেএম শফিকুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী সোনাইমুড়ী কলেজের নার্গিস আক্তার রিয়া (জেলা-উপজেলা পর্যায়ে), মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের মর্জিনা আক্তার, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসার জান্নাতুল ফেরদাউস তামান্না। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সোনাইমুড়ী কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাটোয়ারী, অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের পারুল বেগম, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসার মোঃ মাহবুবুর রহমান । শ্রেষ্ঠ রোভার স্কাউট সোনাইমুড়ী কলেজের মোঃ নাজমুল হাসান, মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের মোঃ আশ্রাফুজ্জামান। শ্রেষ্ঠ রোভার স্কাউট দল সোনাইমুড়ী কলেজ।

গ গ্রæপ থেকে (একাদশ-দ্বাদশ) সোনাইমুড়ী কলেজের শ্রেষ্ঠ যারাঃ শ্রেষ্ঠ কেরাত, হামদ-নাত ও কবিতা আবৃতি রাবেয়া আক্তার, শ্রেষ্ঠ নজরুল সংগীত (জেলা-উপজেলা পর্যায়ে), শ্রেষ্ঠ লোকগীতি (লালনগীতি) রীতু মজুমদার, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত মারজাহান আক্তার, শ্রেষ্ঠ তাৎক্ষনিক অভিনয় মোঃ সজীব হোসেন, শ্রেষ্ঠ বিতর্ক মোঃ স্বপন ।
ঘ গ্রæপ থেকে (ডিগ্রী) সোনাইমুড়ী কলেজের শ্রেষ্ঠ যারাঃ শ্রেষ্ঠ কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগীতা ফারজানা আক্তার, শ্রেষ্ঠ নজরুল সংগীত হ্যাপি মজুমদার (বিএসএস) , শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত (জেলা-উপজেলা পর্যায়ে) শাহনাজ আক্তার (বি বি এস), শ্রেষ্ঠ তাৎক্ষনিক অভিনয় (জেলা-উপজেলা পর্যায়ে) মোঃ নাজমুল হাসান (বি বি এস), বিজয়ীদেরকে প্রধান অতিথি সনদ বিতরণ করেন।