নোয়াখালী | তারিখঃ May 16th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 462 বার

বেলাল হোছাইন ভ‚ঁইয়া:
সোনাইমুড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর মিলনায়তনে দুইদিন ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ড.রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সোনাইমুড়ী কলেজ, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসা, অম্বরনগর উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ একেএম শফিকুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী সোনাইমুড়ী কলেজের নার্গিস আক্তার রিয়া (জেলা-উপজেলা পর্যায়ে), মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের মর্জিনা আক্তার, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসার জান্নাতুল ফেরদাউস তামান্না। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সোনাইমুড়ী কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাটোয়ারী, অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের পারুল বেগম, আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসার মোঃ মাহবুবুর রহমান । শ্রেষ্ঠ রোভার স্কাউট সোনাইমুড়ী কলেজের মোঃ নাজমুল হাসান, মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের মোঃ আশ্রাফুজ্জামান। শ্রেষ্ঠ রোভার স্কাউট দল সোনাইমুড়ী কলেজ।
গ গ্রæপ থেকে (একাদশ-দ্বাদশ) সোনাইমুড়ী কলেজের শ্রেষ্ঠ যারাঃ শ্রেষ্ঠ কেরাত, হামদ-নাত ও কবিতা আবৃতি রাবেয়া আক্তার, শ্রেষ্ঠ নজরুল সংগীত (জেলা-উপজেলা পর্যায়ে), শ্রেষ্ঠ লোকগীতি (লালনগীতি) রীতু মজুমদার, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত মারজাহান আক্তার, শ্রেষ্ঠ তাৎক্ষনিক অভিনয় মোঃ সজীব হোসেন, শ্রেষ্ঠ বিতর্ক মোঃ স্বপন ।
ঘ গ্রæপ থেকে (ডিগ্রী) সোনাইমুড়ী কলেজের শ্রেষ্ঠ যারাঃ শ্রেষ্ঠ কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগীতা ফারজানা আক্তার, শ্রেষ্ঠ নজরুল সংগীত হ্যাপি মজুমদার (বিএসএস) , শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত (জেলা-উপজেলা পর্যায়ে) শাহনাজ আক্তার (বি বি এস), শ্রেষ্ঠ তাৎক্ষনিক অভিনয় (জেলা-উপজেলা পর্যায়ে) মোঃ নাজমুল হাসান (বি বি এস), বিজয়ীদেরকে প্রধান অতিথি সনদ বিতরণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply