motorsykel-bg20160328140007

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা করালিয়া এলাকা থেকে শুক্রবার রাতে তিন মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো— বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার আবদুল ওহাবের ছেলে রাকিব আহমেদ রুভেল (২৫), চরকাকঁড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে রিয়াদ (২২) ও ফেনীর সেনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাসেল (২২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক চোরেরা স্বীকার করে তারা অভিনব প্রদ্ধতিতে যে কোন মডেলের মোটরসাইকেল চুরি করতে পারে।

চোরাই মোটরসাইকেল অর্ধেক মূল্যে তারা বিক্রি করে থাকে।