mn

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এমরান হোসেন (২৫) নামের এক ছেলেকে পুলিশে সোপর্দ করার ২ ঘন্টা পর পুনঃরায় ছাড়িয়ে নিলেন তার বাবা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের এ ঘটনাটি ঘটে। এমরান হোসেন ওই ওয়ার্ডের পন্ডিত বাড়ীর আবদুর রবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পন্ডিত বাড়ীর আবদুর রবের ছেলে এমরান দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। প্রায় সময় নেশার টাকার জন্য এমরান তার পরিবারের সদস্যদের মারধর কর। এর সূত্রে ধরে বুধবার সন্ধ্যায় নেশার টাকার জন্য তার বাবাকে মারধর করে এমরান। পরে এসব সহ্য করতে না পেরে এমরানের ‘বাবা’ আবদুর রব স্থানীয়দের সহযোগিতায় এমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে পুলিশে সোপর্দ করার ২ঘন্টা পর মাদকাসক্ত ছেলেকে পুনঃরায় থানা থেকে ছাড়িয়ে নেন আবদুর রব।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় আব্দুর রব নামের এক ব্যক্তি মাদকের টাকার জন্য তাকে মারধর করার অপরাধে তার ছেলে এমরানকে আটক করে থানায় নিয়ে আসে। এর কয়েক ঘন্টা পর ওই লোক’ই (আবদুর রব) ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তাকে ছাড়িয়ে নিয়ে যান।