Companigonj Noakhali Pic-2
আবু বক্কর ছিদ্দিক পাবেল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রায় দুই শতাধিক ছাত্রীদেরকে নিয়ে উক্ত স্কুল ক্যাম্পেনে উপস্থিত ছিলেন, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার খানম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক সুপম চাকমা, এইচএন পিপি (পিও) মাসুদ শামীম প্রমূখ। সভায় উপস্থিত ব্যাক্তিগণ ছাত্রীদের অবহিত করার জন্য বাল্য বিয়ে ও নারী নির্যাতনে কুফল এবং সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।