Companigon Noakhali pic_1

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বুধবার বাদ আছর জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে আজগর আলী মোল্লা মসজিদ মাঠে উক্ত জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পরিচালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন, সহ-সেক্রেটারী হেলাল উদ্দিন, উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী, মাষ্টার কামাল উদ্দিন, মাওলানা মহি উদ্দিন প্রমূখ। এছাড়া উপজেলা ৮টি ইউনিয়নসহ ১০টি স্থানেও জানাজা অনুষ্ঠানের খবর পাওয়া গেছে।