
নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সহিদ উল্যাহ খান সোহেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী মো. আনোয়ার হোসেন।
রোববার ( ০৮ মে) রাত ১০টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সহিদ উল্যাহ খান সোহেলের পক্ষে এ সমর্থন জানাননো হয়।
মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী মো. আনোয়ার হোসেন, জাতীয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অহিদ উদ্দিন মুকুল, নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির নেতা মোছাদ্দেকুর রহমান, আবু বক্কর সিদ্দিক খোকন, কৃষক পার্টির নেতা নুরুল ইসলাম, ছাত্র নেতা মিজানুর রহমান, তরুণ পার্টির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় জাতীয় পার্টির নেতারা বলেন- আমরা নোয়াখালী পৌরসভার উন্নয়নের সার্থে তরুণ নেতা হিসেবে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল কে সমর্থন জানিয়ে আমাদের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করছি। এবং আজ থেকে আমরা সোহেলের সমর্থনে আমাদের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো।
পরে জাতীয় পার্টির নেতারা সোহেলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply