DSC02684

নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সহিদ উল্যাহ খান সোহেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী মো. আনোয়ার হোসেন।

রোববার ( ০৮ মে) রাত ১০টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সহিদ উল্যাহ খান সোহেলের পক্ষে এ সমর্থন জানাননো হয়।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী মো. আনোয়ার হোসেন, জাতীয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অহিদ উদ্দিন মুকুল, নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির নেতা মোছাদ্দেকুর রহমান, আবু বক্কর সিদ্দিক খোকন, কৃষক পার্টির নেতা নুরুল ইসলাম, ছাত্র নেতা মিজানুর রহমান, তরুণ পার্টির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় জাতীয় পার্টির নেতারা বলেন- আমরা নোয়াখালী পৌরসভার উন্নয়নের সার্থে তরুণ নেতা হিসেবে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল কে সমর্থন জানিয়ে আমাদের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করছি। এবং আজ থেকে আমরা সোহেলের সমর্থনে আমাদের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো।

পরে জাতীয় পার্টির নেতারা সোহেলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।