WP_20160214_11_57_48_Pro

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক প্রতিথযশা গবেষক ও খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ড. মো: আতিকুর রহমান ভূঞা এবং ড. গাজী মো: মহসিন কে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ দুপুর ১২টায় এগ্রিকালচার বিভাগে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ নতুন এ দু’জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করেন। নব নিযুক্ত শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের মনযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদেরকে দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সভায় আবদুল হামিদ বাপ্পি বক্তব্য রাখেন।