noakhali

নিজস্ব প্রতিনিধি:
৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নের বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

শনিবার রাত ১০টায় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪টি কেন্দ্রের ভোট স্থগিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধানে প্রভাব ফেলায় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

উপজেলার ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন,
১নং জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ (আওয়ামীলীগ),
২নং নদোনা ইউনিয়নে হারুনুর রশিদ (আওয়ামীলীগ),
৩নং চাষিরহাট ইউনিয়নে মো. কামাল উদ্দিন (আওয়ামীলীগ),
৪নং বারগাঁও ইউনিয়নে প্রকৌশলী আনিছুর রহমান (আওয়ামীলীগ),
৬নং নাটেশ্বর ইউনিয়নে মো. কবির হোসেন খোকন (আওয়ামীলীগ),
৭নং বজরা ইউনিয়নে মো. মীরন অর রশীদ (আওয়ামীলীগ),
৮নং সোনাপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন (আওয়ামীলীগ),
৯নং দেওটি ইউনিয়নে নুরুল আমিন শাকিল (আওয়ামীলীগ),
১০নং আমিশাপাড়া ইউনিয়নে আলমগীর হোসেন ভূঁইয়া (আওয়ামীলীগ)।
##