Rupali-Banj-220151121131741

নিজস্ব প্রতিনিধি :

রূপালী ব্যাংক লিমিটেডের নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া শাখা ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেনকে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের এজিএম ফজলুর রহমান চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে অনিয়মের অভিযোগে শাখা ব্যবস্থাপককে বরখাস্তের খবরে গ্রাহকরা তাদের সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকার সঠিক হিসাব জানার জন্য ব্যাংকে এসে বিক্ষোভ করে। ব্যাংকের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে।

রূপালী ব্যাংক নোয়াখালী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ফজলুর রহমান জানান, আমিশাপাড়া শাখায় মো. বেলায়েত হোসেন ২১ অক্টোবর ২০১২ থেকে ২৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি তাকে আমিশাপাড়া শাখার থেকে নোয়াখালী জোনাল অফিসে বদলী করা হয়। আমিশাপাড়া শাখার ছাড়পত্র অনুযায়ী ২৫ এপ্রিল ২০১৬ তারিখে তিনি বদলীকৃত কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও ৪ মে পর্যন্ত তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। নতুন কর্মস্থলে যোগদান না করায় এবং ওই শাখায় গ্রাহকের হিসাবে গরমিলের প্রেক্ষিতে তাকে মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনা তদন্তের ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মঙ্গলবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করে। তদন্ত শেষে জানা যাবে কি পরিমাণ টাকা কিভাবে আত্মসাৎ করা হয়েছে। এ ব্যপারে সোনাইমুড়ি থানায় ব্যাংক কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করে।

 

অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত আবদুর রবের ছেলে।