Photo Sonaimuri 1

সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে বেলাল হোছাইন ভূঁইয়াঃ

আগামী ৭মে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা উপজেলা বীরশ্রেষ্ঠ শহিদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম (সেবা), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান, উপজেলা রিটার্নিং অফিসার মোঃ নাসির উদ্দিন চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ মোস্তফা হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম। এসময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ বলে জানান।