ফ্যাশনে বাহারি ওড়না

সাজ ও পোশাকের ব্যাপারে নারীরা বরাবরই সচেতন। নিজেকে ভিন্নভাবে দেখতে কে না পছন্দ করে। বিভিন্ন ভাবেই আপনি হয়ে উঠতে পারবেন অনন্য। তরুণীদের সাজ-পোশাকে বাহারি ওড়না যোগ করেছে নতুন মাত্রা।

সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে ওড়না পরার চল আর নেই বরং ওড়নার সাথে ম্যাচিং করে সালোয়ার কামিজ তরুণীরা বেশি পছন্দ করছে। কারণ ওড়না হওয়া চাই মনমতো। এক রঙের সালোয়ার কামিজের সঙ্গে রঙ্গিন ওড়না, রঙ্গিন সালোয়ার কামিজের সাথে এক রঙের ওড়না বেশ চলছে।

আজকাল রঙিন ওড়নার ওপরেও বেশ ঝোঁক দেখা যাচ্ছে তরুণীদের। লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, সাদা, কালো নানান রঙের প্রাধান্য পাচ্ছে। নকশা হিসেবে উঠে আসছে লতা-পাতা, ফুল, পাখি বিভিন্ন ধরনের কারুকাজ।

নকশা করা এসব ওড়না খুব সহজেই যেকোনো পোশাকের সাথে মানিয়ে যায়। চওড়া ওড়নাও বেশ চলছে। টপস, কুর্তি, শার্ট, টি-শার্ট সাথে চওড়া ওড়না বেশ লাগে দেখতে।

বিভিন্ন ধরনের কাপরের ওড়না পাওয়া যায় তবে বেশি কদর রয়েছে সুতি, সিল্ক, জর্জেট, জামদানি, মসলিন বা তাঁতের তৈরি হরেক রকমের ওড়নার। সুতি সালোয়ার কামিজের সাথে সুতি ওড়নাই মানানসই। তাই কোনো কাপড়ের সাথে কোন কাপরের ওড়না পরবেন সে ব্যাপারে সচেতন হতে হবে।

ওড়নাগুলোতে ডিজাইন হিসেবে থাকছে ব্লক, টাইডাই, স্কিন-প্রিন্ট, এমব্রডারি এছাড়াও সুতার কাজের নকশা করা। একরঙা ওড়নাও পরছেন অনেকেই। অনেকে আবার মনের মতো করে তৈরি করে নিন ওড়না।

আপনার পছন্দ ও রুচি অনুসারে বেছে নিয়ে পরতে পারেন এসব ওড়না। আপনার পোশাকের সাথে মানানসই ওড়না দিবে পরিপূর্ণ রূপ।