Road-Accident-520160430150736

বেগমগঞ্জ:

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কে কাভার্ডভ্যান চাপায় আবদুল হালিম (৪৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হালিম বেগমগঞ্জ উপজেলার কাজীরহাট গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- হোসনে আরা বেগম (৪২), আমির হোসেন (৪৮) ও হেলাল উদ্দিন (৩৫) এরা সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা  জানায়, সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি জেলা শহর মাইজদী থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে একটি ক্যাভার্ডভ্যান পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি  নিশ্চিত করেন।