নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনের জন্য প্রথম রুফটপ ক্যামোফ্লেজ টাওয়ার স্থাপন

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বোট ক্লাব ভবনের ওপর রুফটপ ক্যামোফ্লেজ টাওয়ার স্ট্রাকচার স্থাপন করা হয়েছে।
এডটকো বাংলাদেশ (‘এডটকো’) উদ্ভাবিত এই ক্যামোফ্লজ নকশার টাওয়ার কাঠামো যেমন নগরীর সৌন্দর্য রক্ষা করবে, তেমনি এতে রুফটপে স্থাপিত সেকেল টাওয়ারের সংখ্যাও হ্রাস পাবে। সেকেলে টাওয়ারগুলো ভবনের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে থাকে। বৃহস্পতিবার সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে আরো বলা হয়, এডটকোর স্থানীয় নকশার এ কাঠামো নগরীর সৌন্দর্য বাড়াবে, ভবনের ওপর চাপ কমাবে, নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করবে এবং বিদ্যুৎ খরচ হ্রাস করবে।

এডটকো গ্রুপের নতুন উদ্ভাবিত এই টাওয়ার ইতোমধ্যে মালয়েশিয়ায় স্থাপন করা হয়েছে। এই কোম্পানি ২০১৬ সাল থেকে বাংলাদেশে এই ধরনের উদ্ভাবন বিস্তৃত করার পরিকল্পনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের সৌন্দর্য সচেতন ও পরিবেশবান্ধব রুফটপ ক্যামোফ্লেজ কাঠামো খুবই স্থিতিস্থাপক হয়। কারণ, এগুলো ফাইবার গ্যাস রেইনফোর্সড প্রোডাক্ট (এফআরপি) থেকে তৈরি।

সংবাদ বিজ্ঞপ্তি আরো বলা হয়, এডটকো বাংলাদেশের অন্যতম লক্ষ্য হচ্ছে- দেশকে ডিজিটালকরণের দিকে এগিয়ে নেয়ার পাশাপাশি পরিবেশ সুন্দর রাখা এবং নগরীর সৌন্দর্য বর্ধন।